গাছ কেটে ফুলগাছ লাগাচ্ছে ডিএসসিসি, ব্যয় ১০ লাখ ৪০ হাজার টাকা
১৯ মে ২০২৩ ২১:০৪
ঢাকা: রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কের বিভাজকে (মিডিয়ান) নানারকম ফুল গাছ রোপণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে ব্যয় হচ্ছে ১০ লাখ ৪০ হাজার টাকা। ১ হাজার ৭০০ মিটার দৈর্ঘ্যের এ সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো এবং সেজন্য প্রয়োজনীয় ভিটি বালু, মাটি, গোবর ও সার কিনতে এ টাকা ব্যয় হবে।
শুক্রবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, প্রতিটি গাছের মধ্যে ৪-৫ ফুট দূরত্ব রেখে সাত মসজিদ সড়কের মোট ১.৭ কিমি দৈর্ঘ্যের বিভাজকের মধ্যে ইতোমধ্যে ৮০০ মিটার অংশে প্রায় ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ মে) রাত থেকে সাত মসজিদ সড়কের বিভাজক সাজিয়ে তুলতে রঙ্গন, কামিনী, বাগান বিলাস, চন্দ্রপ্রভা (টেকোমা) ও কাঞ্চন ফুলের গাছ লাগানো শুরু করে ডিএসসিসি।
ফুলের গাছ লাগানো প্রসঙ্গে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা)’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল বাকের বলেন, ‘আমরা সাত মসজিদ সড়কের বিভাজকে ফুলের গাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে প্রায় ১ হাজার ৫ শত গাছ লাগানো হবে। আশা করি আগামী ২ দিনের মধ্যে সড়ক বিভাজককে ফুলের গাছে সজ্জিত করতে আমাদের কার্যক্রম শেষ হবে।’
এর আগে, উন্নয়ন কর্মকাণ্ডের নামে ধানমন্ডি সাত মসজিদ রোডের সব গাছ কেটে ফেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ বিষয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ‘উন্নয়নকাজের প্রয়োজনে গাছ কাটতে হলে সেখানে নতুন করে আমরা ৩ গুণ বেশি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। যদি একটা গাছ অপসারিত হয়, তাহলে সেখানে আমরা ৩টি গাছ লাগানোর লক্ষ্যেই কাজ করছি।’
সারাবাংলা/আরএফ/এমও