Friday 25 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ভিক্ষকে জাদুঘরে পাঠিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছি: নানক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৩ ২৩:৩২

সিলেট: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে নাম লেখাতে যাচ্ছে। অনেকগুলো মেগাপ্রকল্প বাস্তবায়ন হয়েছে বা হচ্ছে। এর সুফল ভোগ করছেন দেশের মানুষ। দুর্ভিক্ষকে জাদুঘরে পাঠিয়ে আমরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। শেখ হাসিনার কারণেই তা সম্ভব হয়েছে। আগামীতে এর ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ মে) শুক্রবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে এক মতবিনিময় সভায় নানক এ সব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সভা পরিচালনা করেন।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘গত ১০ বছর ধরে সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর মন সবসময় উদার। তাই তিনি কোনো কার্পণ্য করেননি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই টাকার সদ্ব্যবহার না হওয়ায় সিলেটবাসীর দুঃখ ঘোচেনি। সে জন্য দায়ী কে? আপনারা সবাই তাকে চেনেন এবং জানেন।’

তিনি বলেন, ‘এখন সময় এসেছে সেই দুঃখের অবসান ঘটনোর। প্রধানমন্ত্রী আপনাদের জন্য একজন দারুণ উন্নয়নপ্রেমী নেতাকে মনোনয়ন দিয়েছেন। আপনারা তার জন্য কাজ করুন। আনোয়ারুজ্জামান মেয়র নির্বাচিত হলে সিলেট নগরবাসীর দুঃখের অবসান হবে ইনশাল্লাহ।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে এখন অনেকে প্রার্থী হতে ভয় পাচ্ছেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ থাকায় নৌকার বিজয় সুনিশ্চিত দেখে প্রার্থী হতে ভয়ে রয়েছে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেষ হাসিনার প্রতি আস্থা রেখে সিলেটের উন্নয়নকে এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবে। সে জন্য এখন তাদের নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনে প্রার্থী হতে ভয় পাচ্ছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আওয়ামী লীগ টপ নিউজ নানক সিলেট

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরলেন মির্জা ফখরুল
২৬ অক্টোবর ২০২৪ ০১:৩০

সম্পর্কিত খবর