সিলেটের সঙ্গে এখনও বন্ধ রেল যোগাযোগ, ৪ ট্রেনের যাত্রা বাতিল
২০ মে ২০২৩ ১৫:৫০
ঢাকা: সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন দুর্ঘটনায় পড়ায় এসব ট্রেনের যাত্রা বাতিল হয়েছে।
শনিবার (২০ মে) সারাবাংলাকে এ তথ্য জানান শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঢাকাগামী ও সিলেটগামী কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসের ৪টি যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেন ২টি ঢাকায় যাওয়া ও আসা মিলিয়ে ২ বার করে মোট ৪ বারের যাত্রা বাতিল হলো।’
এই চার ট্রেনের যাত্রীরা টিকিট দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। যাত্রীদের ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। তবে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজ বিকেলে শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে, বলেও জানান সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা-চট্রগ্রামসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কুলাউড়া থেকে ছোট আকারের একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসেছে। আখাউড়া থেকেও আসছে আরেকটি রিলিফ ট্রেন।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্রগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বড় একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নিতে আসছে বলেও জানান তিনি। তিনি জানান, দুপুর ১২টা থেকে লাউয়াছড়ায় ট্রেনের লাইনের উপর হেলে পড়া গাছটি সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন রেলওয়ে শ্রমিকরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে কখন তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে বিভাগ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে বলেও জানান তিনি।
ভানুগাছ রেল স্টেশনের স্টেশন মাস্টার কবির আহমদ জানান, এই মুহূর্তে ঘটনাস্থলে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রমিকরা ঘটনাস্থলে কাজ করছেন। কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী দুটি রিলিফ ইঞ্জিন চলে এসেছে।
তবে ট্রেন উদ্ধার কাজ শেষ হতে বিকেল ৪টা বাজতে পারে বলে জানান ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন। তিনি বলেন, ‘গাছগুলো কেটে সরানো হয়েছে। সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পারাবতের বগিগুলো শ্রীমঙ্গল রেলস্টেশনে রেখে ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।’
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রাতে ঝড়ের সময় লাউয়াছড়ায় বড় একটি গাছ লাইনের উপর ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে থাক্কা লেগে উদয়ন ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি।
আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা সারাবাংলাকে বলেন, ‘বনের ভেতর ঝড়ে ১০ ফুট বেড় ও ৪৫ ফুট লম্বা একটি গাছ রেললাইনের ওপর পড়ে ছিল। ট্রেনটি সেই গাছে ধাক্কা দিলে ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি লাউয়াছড়ায় ধীরে চলায় আনুপাতিক হারে কম ক্ষতি হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাতে ঝড়ে লাউয়াছড়া উদ্যানের একটি বড় গাছ ভেঙে রেল লাইনের ওপরে পড়ে যায়। ভোর ৫টার দিকে সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়।’
এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।
এর আগে, শনিবার (২০ মে) ভোর ৪টা ৫০ মিনিটে মৌলভীবাজারের কমলগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘ভোরের দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। রাতে ঝড়-বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ হেলে পড়ে। গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।’
আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের পরিচালক ওমর ফারুক বলেন, ‘শ্রীমঙ্গল স্টেশন থেকে লাইন ক্লিয়ারেন্স পেয়ে সিলেটের উদ্দেশে স্টেশন থেকে ট্রেন ছেড়ে ১০ মিনিটের পথ পাড়ি দিতেই এ ঘটনা ঘটে।’
আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সারাবাংলা/এসবি/এমও