Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপ নিলে সমাজের প্রবীণদের ভূমিকা বাড়বে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৩ ১৬:১০

পিরোজপুরে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ বিষয়ে মাল্টি-স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে এবং হেল্পএইজ ইন্টারন্যাশনাল সহায়তায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশে প্রবীণদের সহনশীলতা বৃদ্ধির চর্চার অনুশীলন বাড়াতে হবে। সরকারি ভাবে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিলে সমাজের প্রবীণদের ভূমিকা আরও বৃদ্ধি পাবে।’

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) নির্বাহী পরিচালক আবুল হাসিব খানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক মো. ইকবাল কবির, জেলা হাসপাতালের আরএসও ডা. নিজাম উদ্দিনসহ প্রবীণ ক্লাবের প্রতিনিধিরা।

পরে জেলার ২৮ জন প্রবীণদের মাঝে হুইলচেয়ার ও বিভিন্ন ইউনিয়নের প্রবীণদের মাঝে প্রবীণ মাসিক ভাতা বিতরণ করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/এমও

প্রবীণদের ভূমিকা স্বাস্থ্য সুরক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর