গায়ক নোবেলকে ৩ দিনের রিমান্ডে চায় পুলিশ
২০ মে ২০২৩ ১৭:২০
ঢাকা: গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে স্ত্রীকে মারধর, মাদকাসক্তি ও মঞ্চ ভাঙচুরসহ অনেকগুলো অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিতেন নোবেল, তবে গান গাইতে যেতেন না।
শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, ‘নোবেল একজন প্রতিষ্ঠিত গায়ক। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। এরইমধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গান গাওয়ার চুক্তি করেন। তাদের কাছ থেকে অগ্রিম এক লাখ ৭৫ হাজার টাকা নেন। নিজেও যাওয়ার কথা জানিয়ে বিজ্ঞাপন দেন। কিন্তু অনুষ্ঠানে যাননি নোবেল। টাকা চাওয়ার পরে তাও ফেরত দেননি তিনি। পরে এ ঘটনায় মামলা হয়। কিন্তু মামলার পরও তিনি পুলিশ কিংবা আদালতে আত্মসমর্পণ করেননি।’ যোগ করেন ডিবিপ্রধান।’
তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে স্টেজ প্রোগ্রামে গিয়ে ভাঙচুর করা, মাতলামি করার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এসব বিষয়ে আমরা নোবেলকে একাধিকবার বুঝিয়েছি। কিন্তু তিনি নিয়মিত মাদক সেবন করেছেন। স্ত্রীকে মারধর করেছেন। মাদকাসক্ত থাকার কারণে তিনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য কথা দিয়েও যেতে পারেন না।’
ডিবি প্রধান আরও বলেন, ‘তার এসব কার্যক্রমের কারণে তার বাবা তাকে ত্যাজ্য করেছেন। উত্তরাঞ্চলে একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে মাতলামি করেছেন। মঞ্চ ভাঙচুর করেছেন। সবমিলিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। আমরা তাকে আদালতে পাঠিয়েছি। তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
এর আগে, শনিবার (২০ মে) প্রতারণার অভিযোগে গায়ক নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জানা গেছে, এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তার বিরুদ্ধে শুক্রবার (১৯ মে) মতিঝিল থানায় একটি প্রতারণার মামলা হয়েছে।
আরও পড়ুন:
নোবেলের মাদক নেওয়ার পেছনে আছে এয়ারহোস্টেজ— দাবি সাবেক স্ত্রীর
‘টাকা নিয়ে গান গাইতেন না নোবেল, করতেন প্রতারণা’
সারাবাংলা/ইআ