Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়াবের নতুন নেতৃত্বে পুরনোরাই

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ মে ২০২৩ ১৭:৩৮ | আপডেট: ২০ মে ২০২৩ ২০:৩৭

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন পুরনোরাই। সংগঠনটির সভাপতির দায়িত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন দেবব্রত পাল। নতুনভাবে তারাই সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২০ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোয়াবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপনসহ বেশ কয়েকজন বোর্ড পরিচালক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন প্রায় হাজার খানেক ক্রিকেটার।

বিজ্ঞাপন

নতুন কমিটির নেতৃত্বে আসতে আগ্রহীর নাম চাওয়া হয়। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে কোনো নামই আসেনি। পরে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ সভাপতি হিসেবে আবারও নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে দেবব্রত পালের নাম প্রস্তাব করেন।

উপস্থিত কাউন্সিলরদের সমর্থনে সেই প্রস্তাবই গৃহীত হয়। গত ১১ বছর ধরে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন নাঈমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল।

উল্লেখ্য, কোয়াবের বার্ষিক সাধারণ সভায় হাজার খানেক ক্রিকেটার উপস্থিত থাকলেও বড় তারকারা অবশ্য উপস্থিত ছিলেন না। টানা ক্রিকেটের মধ্যে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা এখন ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটাতে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসরা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো