Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৩ ২০:০১

ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজ করার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ মানববন্ধনে আশাপাশের ৫ জেলার মোটরযান শ্রমিকরা অংশগ্রহণ করেন।

শনিবার (২০ মে) সকাল ১০টায় চুয়াডাঙ্গার হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডলসহ অনেক শ্রমিক নেতা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, যেসব ড্রাইভারা ১৫ থেকে ২০ বছর ধরে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে গাড়ি চালিয়ে আসছেন। বর্তমানে তাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের মিল নেই। তাই তাদের লাইসেন্স নতুন করে আর নবায়ন করা হচ্ছে না। তখন নাগরিক সনদ ও অষ্টম শ্রেণি পাসের সনদ দিয়ে বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স করা হতো।

লাইসেন্স না থাকায় রাস্তায় হয়রানির হচ্ছে। আয়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাই দাবি না মানলে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমকিরা নেতারা।

সারাবাংলা/এনএস

চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর