লাউয়াছড়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি
২০ মে ২০২৩ ২০:১৬
ঢাকা: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি করেছে রেলওয়ে বিভাগ। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি করা হয়েছে। ইতোমধ্যেই তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার (২০ মে) সারাবাংলাকে এ তথ্য জানান রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন), বিভাগীয় প্রকৌশলী (২) ঢাকা, বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন সারাবাংলাকে বলেন, ‘তদন্ত কমিটির সদস্যরা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) শফিকুল ইসলামের নেতৃত্বে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার কাজ শুরু করা হয়।’
উদ্ধার কাজের অগ্রগতির বিষয়ে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করা হয়েছে। এখন ইঞ্জিন উদ্ধারের প্রস্তুতি চলছে।’
এর আগে, শনিবার (২০ মে) ভোর ৪টা ৫০ মিনিটে মৌলভীবাজারের কমলগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন সারাবাংলাকে বলেন, ‘ভোরের দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। রাতে ঝড়-বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ হেলে পড়ে। গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঢাকাগামী ও সিলেটগামী কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসের ৪টি যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেন ২টি ঢাকায় যাওয়া ও আসা মিলিয়ে ২ বার করে মোট ৪ বারের যাত্রা বাতিল হয়েছে।’
আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের পরিচালক ওমর ফারুক বলেন, ‘শ্রীমঙ্গল স্টেশন থেকে লাইন ক্লিয়ারেন্স পেয়ে সিলেটের উদ্দেশে স্টেশন থেকে ট্রেন ছেড়ে ১০ মিনিটের পথ পাড়ি দিতেই এ ঘটনা ঘটে।’
আরও পড়ুন:
সিলেটের সঙ্গে এখনও বন্ধ রেল যোগাযোগ, ৪ ট্রেনের যাত্রা বাতিল
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সারাবাংলা/এসবি/এমও