Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ছাড়লো হজের প্রথম ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ০৮:০৬

ঢাকা: চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

শনিবার (২০ মে) দিবাগত রাত ৩টা ৩৯ মিনিটে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। বিমানটির ৩টা ২০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা থাকলেও ১৯ মিনিট দেরিতে ঢাকা ত্যাগ করে। স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে বিমানটি জেদ্দায় অবতরণের কথা।

বিজ্ঞাপন

এছাড়াও, বিমানের আরও ৪টি ফ্লাইট রোববার দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশ্যে হজ যাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।

জানা যায়, এবছর বাংলাদেশ থেকে মোট ১,২২,২২১ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১,১১১ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকি হজযাত্রী পরিবহন করবে সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস। বিমান প্রি-হজে ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত ১৬২টি ও পোস্ট-হজে ২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ১৬৮টি করে মোট ৩৩০ টি হজ ফ্লাইট পরিচালনা করবে।

বিমান গত বছরের মত এবারও ঢাকা থেকে জেদ্দা ও মদিনায় ফ্লাইট পরিচালনার পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট থেকেও জেদ্দায় ও মদিনায় ফ্লাইট পরিচালনা করবে।

হজযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘২০১৯ সাল থেকে হজের টিকিট বিক্রিতে নতুন নিয়ম চালু করা হয়। একইসঙ্গে মনিটরিং বৃদ্ধির কারণে কোনো হজযাত্রীকে ২০১৯ ও ২২ সালে বিমানের টিকিট নিয়ে কোনো প্রকার হয়রানির শিকার হতে হয়নি। এবারও তারা টিকিট নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। আমরা প্রত্যাশা করছি সুষ্ঠু একটি হজ উপহার দিতে পারবো।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক প্রচেষ্টার ফলে ২০১৯ সালে প্রথমবারের মতো রোড টু মক্কা ইনিশিয়েটি চালু হয়। এর আওতায় বাংলাদেশের সব হজযাত্রী সৌদি আরব অংশের ইমিগ্রেশন কাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্পন্ন হচ্ছে। সৌদি আরবে বিমান থেকে নামার পর তাদের লাগেজ নির্ধারিত আবাসনে পৌঁছে দেওয়া হয়। এতে হজযাত্রীদের সময় এবং কষ্ট দূর হয়েছে।’

মাহবুব আলী আরও বলেন, ‘প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুষ্ঠু হজ পরিবহন কার্যক্রম পরিচালনার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লিট আধুনিকায়নের ফলে সক্ষমতা বাড়ায় ২০১৯ সাল থেকে বিমান তাদের নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ পরিবহন কার্যক্রম পরিচালনা করছে। এ বছরও হজ যাত্রী পরিবহনে বিমান তাদের ৪টি অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং-৭৭৭ ইআর এবং ১টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারসহ মোট ৫টি উড়োজাহাজ ব্যবহার করবে।’

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, ‘যাদের বয়স ৬৫ বছরের উপরে ছিল, তারা গত বছর যেতে পারেননি। কিন্তু এবার সৌদি সরকারের আন্তরিকতার সঙ্গে ৬৫ বছরের উপরে বয়সীদের যাওয়ার ব্যবস্থা হয়েছে। এজন্য সৌদি সরকারকে আমি অভিনন্দন জানাই। যারা এবার হজ করতে যাচ্ছেন, তারা ঢাকা থেকেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন নিয়ে সৌদি যাচ্ছেন। হজযাত্রীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, এজন্য ধর্ম মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ সৌদি অংশে সজাগ রয়েছে।’

অপরদিকে হজ পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবে গিয়ে অসুস্থ বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা দেওয়া জন্য ২০০ সদস্যবিশিষ্ট হজ চিকিৎসক দল থাকছে। চিকিৎসক দলে ১০২ জন চিকিৎসক, ৬৩ জন নার্স-ব্রাদার, ২১ জন ফার্মাসিস্ট ও ১৪ জন ওটি অ্যাসিসট্যান্ট-ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন। হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে যাবেন ২ হাজার ৭১৫ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় গাইড থাকবেন ২২৮ জন এবং বেসরকারিভাবে থাকবেন ২ হাজার ৪৮৭ জন।

এর আগে, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচি-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এসজে/এমও

টপ নিউজ হজ ফ্লাইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর