Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগরীর উন্নয়ন দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ১৫:৩৬

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর বিভিন্ন উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন।

রোববার (২১ মে) সকাল ১১টায় নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অতি শিগগিরই নগরীর মাঝখান থেকে রেললাইন স্থানান্তর, ঢাকা ময়মনসিংহ রেলসড়ককে ডুয়েলগেজ ডাবল রেললাইনে রূপান্তর, ঢাকা হতে ময়মনসিংহ দুই জোড়া আন্তঃনগর নতুন ট্রেন চালু, ৩ হাজার বেড বিশিষ্ট হাসপাতাল, আবাসিক গ্যাসের নতুন সংযোগসহ ময়মনসিংহ মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, দ্রুত বিভাগীয় শহরের কাজ শুরু করা হোক।’

সেই সঙ্গে যানজটমুক্ত শহর গড়ে তোলার দাবি জানান বক্তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত নাগরিকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা নাগরিক আন্দোলন সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালামসহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ জনগণ।

সারাবাংলা/এমও

নগরীর উন্নয়ন ময়মনসিংহ মানববন্ধন

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর