Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশিষ রায় চৌধুরীর বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ১৭:২২

ঢাকা: আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জগঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একইসঙ্গে আগামী ১৭ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

রোববার (২১ মে) ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৩ এর বিচারক কুদরত ই এলাহীর আদালত আশিষ চৌধুরীরর অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।

এদিন শুনানিকালে আশিষ রায় চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

জানা যায়, ২০২২ সালের ৫ এপ্রিল রাতে র‍্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা।

এ ঘটনায় র‍্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে গুলশান থানায় আশিষ রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০২২ সালের ৫ জুলাই তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. শামীম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।

সারাবাংলা/এআই/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর