Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ১৯:৪৬

চট্টগ্রাম ব্যুরো: হুট করেই দেশে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। পাইকারি ও খুচরা বাজারগুলোতে কয়েকদিনের ব্যবধানে অস্বাভাবিক বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ মে) দুপুরে নগরীর বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

বিজ্ঞাপন

উমর ফারুক সারাবাংলাকে জানান, বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মধ্যে মধ্যসত্ত্বভোগী একটা সিন্ডিকেট আছে, যারা পণ্যের দাম বৃদ্ধিতে অনেকাংশে দায়ী। এখানে ডিমান্ড অর্ডারের মাধ্যমে শুধুমাত্র একটি ক্রয় রশিদ বিক্রি হয় অনেকজনের কাছে।

অভিযানে বিভিন্ন ট্রেডিংয়ের দোকান থেকে ছয়শ’র উপরে মধ্যসত্ত্বভোগীর নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে। এদের মাধ্যমে একেকটি পণ্যের দাম হাত বদল হয়ে বাড়তে থাকে। এখানে মধ্যস্বত্বভোগীদের পাশাপাশি মিল মালিকদের কারসাজিও আছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় বার আওলিয়া ট্রেডার্সকে পাঁচ হাজার, ফরিদপুর বাণিজ্যলয়কে তিন হাজার এবং এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সারাবাংলা/আইসি/পিটিএম

অভিযান পেঁয়াজ প্রশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর