Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে কোটি টাকার সোনাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ২২:৫৩

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৌশলে কোটি টাকার সোনা পাচারকালে দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক দুই যাত্রী হলেন- সাদ্দাম হোসেন (৩৩) ও নিজাম খন্দকার (২৯)।

রোববার (২১ মে) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন এয়ারপোর্ট এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮২ ফ্লাইট যোগে অভিযুক্ত যাত্রীরা দুপুর ১২টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এপিবিএনের গোয়েন্দা সদস্যরা আটক করে। এরপর এপিবিএন অফিসে এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা সোনা থাকার কথা অস্বীকার করে। পরে বিশদ জিজ্ঞাসাবাদে সোনা থাকার বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়।

জিয়াউল হক জানান, এরপর যাত্রী সাদ্দাম হোসেন ও নিজাম খন্দকারের সঙ্গে থাকা ট্রলি ও হাত ঘড়ির মধ্যে থেকে সোনা উদ্ধার করা হয়। সাদ্দাম হোসেনের কাছ থেকে ৪২০ গ্রাম এবং নিজাম খন্দকারের কাছ থেকে ৬৯১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। দুজনই দুবাই থেকে একই ফ্লাইটে আসেন। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ১১১গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ১০ লাখ টাকা।

আটককৃত যাত্রীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসজে/পিটিএম

আটক যাত্রী বিমানবন্দর শাহজালাল সোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর