প্রধানমন্ত্রীকে হুমকিদাতা বিএনপি নেতার বিষয়ে জানতে চান হাইকোর্ট
২২ মে ২০২৩ ১২:২৫
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট।
সোমবার (২২ মে) আইনজীবী ইমরান আহমেদ ভুঁইয়া বিষয়টি আদালতের নজরে আনলে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপি নেতাকে গ্রেফতারের বিষয়টি জানতে চান।
আসামিকে গ্রেফতার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানাতে নির্দেশ দেন আদালত।
এর কিছুক্ষণ পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজশাহী পুলিশ সুপারের বরাত দিয়ে আদালতকে জানান, রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে গ্রেফতার করা হয়নি।
তখন আদালত বলেন, ‘এ বিষয়ে ফৌজদারি মামলা যেহেতু হয়েছে, এখন আসামি গ্রেফতারের দায়িত্বও পুলিশের।’
এর আগে, সোমবার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন। এ সময় আদালত ওই আসামিকে গ্রেফতার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অভিহিত করতে বলেন।
গত ১৯ মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
২২ সেকেন্ডের সেই ভিডিওতে চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশাআল্লাহ।’
সারাবাংলা/কেআইএফ/এমও