Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৩ ১৫:০৯

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (২১ মে) দিবাগত রাতে নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে হামলায় চালায় ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি হামলায় নিহতরা হলেন, আবু জায়তুন (৩২), ফাতি আবু রিযক (৩০) এবং আবদুল্লাহ আবু হামদান (২৪)। এতে আরও অন্তত সাতজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন মানুষ টিয়ার শেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

তবে ইসরাইলি সেনাবাহিনীর তরফ থেকে এখনও কোনো হতাহতের তথ্য জানানো হয়নি।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ-এর সামরিক শাখা আল আকসা মার্টার্স ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, নিহত তিনজন তাদের যোদ্ধা।

আল জাজিরার খবরে বলা হয়, রোববার দিবাগত রাত ১টার দিকে ইসরাইলি অভিযান শুরু হয়ে ভোর ৫টায় শেষ হয়। এ অভিযানে কয়েকশ ইসরাইলি সেনা অংশ নিয়েছিল। ইসরাইলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে এবং কিছু বাড়িঘর গুঁড়িয়ে দেয়।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইল। পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির বসবাস। আন্তর্জাতিক আইন অমান্য করে পশ্চিম তীরে প্রায় ৪ লাখ ৯০ হাজার ইসরাইলি বসতি গড়েছেন।

সারাবাংলা/আইই

ইসরাইল টপ নিউজ পশ্চিম তীর ফিলিস্তিন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর