Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৩ ১৫:৫১ | আপডেট: ২৩ মে ২০২৩ ১৫:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের রাজু (২২) নামে এক বন্দির  মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, ভোরে কারাগারে অসুস্থ ওই বন্দীকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম জামাল। তার হাজতি নম্বর ২২১৪৩/২৩।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

কারাবন্দির মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর