Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বাস চাপায় কলেজ শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৩ ১২:৫২ | আপডেট: ২৪ মে ২০২৩ ১৩:১০

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়া সদরে বাস চাপায় হাফিজুর রহমান (৫০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (২৪ মে) সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়িতে এ ঘটনা ঘটে।

হাফিজুর রহমান দিনাজপুরের ঘোড়াঘাট সরকারী ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ধুনট উপজেলার মিজানুর রহমান সরকারের ছেলে। উপশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে হাফিজুর রহমান কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ঝোপগাড়ীতে যান। সেখানে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপশহর ফাঁড়ির এএসআই আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ শিক্ষক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর