Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের সীমান্ত রক্ষীদের সঙ্গে টেকনাফে বিজিবি’র বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৩ ১৬:০৮

কক্সবাজার: টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। বুধবার (২৪ মে) ও আগামীকাল ২৫ মে বিজিবি-বিজিপির মধ্যে এই বৈঠক চলবে।

বৈঠকে অংশ নিতে মিয়ানমারের ১৬ সদস্যের এক প্রতিনিধি দল স্পিডবোট নিয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছে। মিয়ানমারের সীমান্তরক্ষী-১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল এইচ টেট লুইনের নেতৃত্বে এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

টেকনাফ সেন্ট্রাল রির্সোটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ থেকে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস সাকিবের নেতৃত্বে ১৫ জন প্রতিনিধি বৈঠকে অংশ নিচ্ছেন।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, দু’দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে সমুদ্র সৈকতসংলগ্ন ‘সেন্ট্রাল রির্সোট’ এর সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক চলছে।

বৈঠকের আগে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।’

গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এবার সেই বৈঠক টেকনাফে হচ্ছে। এছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে ২ বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল।

সারাবাংলা/এমও

টেকনাফ বিজিবি সীমান্ত রক্ষী

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর