Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরক্কো ও কানাডা থেকে ৮০ হাজার মেট্রিকটন সার কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৩ ১৬:৩৩

ঢাকা: মরক্কো ও কানাডা থেকে ৮০ হাজার মেট্রিকটন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে মরক্কোর থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কেনা হচ্ছে। এতে সরকারের ব্যয় হবে ১২০ কোটি তিন লাখ ৭৯ হাজার ২০০ টাকা। অন্যদিকে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার কেনা হচ্ছে। এতে ব্যয় হবে ২২৬ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকা। দুই প্রকার সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ৩৪৬ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (২৪ মে) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস.এ থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১২০ কোটি তিন লাখ ৭৯ হাজার ২০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে পঞ্চম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার ২২৬ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর