Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তি আর সম্প্রীতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পার্বত্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৩ ১৫:৩৫

বান্দরবান: পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘প্রত্যেক ধর্মের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে জনসাধারণ সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। আর এই কারণে শান্তি আর সম্প্রীতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

শুক্রবার (২৬ মে) সকালে বান্দরবানের শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রম ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে এই আশ্রম নির্মিত হয়েছে।

বিজ্ঞাপন

পার্বত্যমন্ত্রী বলেন, ‘পার্বত্য জেলায় বর্তমান সরকারের আমলে দৃশ্যমান বহু উন্নয়ন হয়েছে। এর উকৃষ্ট উদাহরণ হলো মসজিদ, মন্দির, গির্জা, বিহারসহ নানা উন্নয়ন প্রকল্প ও তার সুষ্ঠ বাস্তবায়ন।’

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, পৌরসভার মেয়র সৌরভ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘের সভাপতি অরুণ কান্তি দাশসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গরীব অসহায় শতাধিক নারী ভক্তকে ১টি করে শাড়ি উপহার দেয় মন্দির কর্তৃপক্ষ।

সারাবাংলা/এমও

পার্বত্যমন্ত্রী বাংলাদেশ শান্তি আর সম্প্রীতি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর