Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাপাড়ে তরতাজা আমের অস্থায়ী হাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৩ ১৫:৪৪

মুন্সীগঞ্জ: টংগিবাড়ী উপজেলার হাসাইল মাছ ঘাটসংলগ্ন পদ্মাপাড়ে আম মৌসুমে প্রায় প্রতিদিনই বসছে নানা জাতের তরতাজা আমের অস্থায়ী হাট।

শুক্রবার (২৬ মে) সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার গাড়ুরগাঁও, দশত্তর, কুকরাদী, মধ্য হাসাইল ও পাঁচগাঁও গ্রামের বিভিন্ন বয়সী ব্যক্তিরা চলতি আম মৌসুমে নিজেদের গাছের বিভিন্ন জাতের তরতাজা আম নিয়ে এই হাটে আসেন। বিক্রিও হয় ভালো। দূরদুরান্ত থেকে মাছ বাজারে আসা ক্রেতারা আমও কেনেন।

সরাসরি গাছ থেকে আনা তরতাজা এসব আমের মান ভালো হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদাও বেশি।

আম বিক্রেতা সিরাজ শেখ বলেন, ‘আমাদের আমে কোনো রাসায়নিক নেই। বাড়ির গাছ থেকে পাকা আম পেড়ে এখানে বিক্রি করতে আনি। প্রতিদিন ভোরে দূর দূরান্ত থেকে মাছ কিনতে লোকজন আসে। মাছের পাশাপাশি আমও তারা কিনে নেয়।’

রমিজ উদ্দিন নামের আরেকজন বলেন, ‘আমরা আম ব্যবসায়ী না। বাড়িতে রোপণ করা গাছে আম বেশি হওয়ায় খাওয়ার জন্য পরিমাণ মতো রেখে বাকিগুলো এখানে বিক্রি করতে নিয়ে আসি।’

হাসাইল মৎস্য আড়তের পাইকার মো. ফজল বলেন, ‘বাজারে রাসায়নিক দিয়ে পাকানো আম বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকা কেজি। আর আড়তের সামনে ভেজালমুক্ত আম পাওয়া যাচ্ছে মাত্র ৫০-৬০ টাকা কেজিতে। তাই এখান থেকে প্রতিদিন আমি আম কিনে নিয়ে যাই।’

মাছের আড়তদার সোহেল হাওলাদার বলেন, ‘এই আড়তে প্রতি বছরই ভ্রাম্যমাণ আমের হাট বসে। প্রাকৃতিকভাবে পাকা আমের বেশ চাহিদা রয়েছে।’

সারাবাংলা/এমও

অস্থায়ী হাট আম টপ নিউজ তরতাজা আম পদ্মাপাড়


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর