খাগড়াছড়ি: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ মে) সকাল ১১টার দিকে আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খাগড়াছড়ি জেলা বিএনপির অভিযোগ, শুক্রবার দুপুর ২টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সমাবেশে যোগ দিয়ে আসার পথে পুলিশের সামনে এই হামলা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
তবে এ নিয়ে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক চন্দন কুমার দে পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসে বিএনপি অতর্কিত হামলা চালায়। এতে তাদের ৫ জন আহত হয়েছেন।’
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ সব স্থানে পুলিশ মোতায়েন আছে।