Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আপনারা মাইনকার চিপায় পড়ে গেছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৩ ১৯:৪২

ঢাকা: মার্কিন ভিসা নীতির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপি নেতারা বলেছেন, আপনারা মাইনকার চিপায় পড়ে গেছেন। আপনাদের বাঁচার কোনো রাস্তা নাই। যারা গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা দেবে, তাদের ভিসা দেবে না আমেরিকা। আর সেই বাধা দানকারী হচ্ছেন আপনারা।

শনিবার (২৭ মে) বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দলটির শীর্ষ নেতারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন, ‘আমেরিকা ঘোষণা দিয়েছে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধারে যারা বাধা দেবে তাদের ভিসা দেওয়া হবে না। বাংলাদেশে সেই বাধা দানকারী দল হলো আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশে থেকে প্রত্যাখ্যাত হয়েছেন। পৃথিবীর সবাই জেনেছে শেখ হাসিনার অধীনে একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। ভবিষ্যতেও তার (শেখ হাসিনা) অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই বিদেশিরাও এখন দাবি তুলছে সুষ্ঠু নির্বাচনের।’

ড. মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের কাছে গণতন্ত্র, দেশ ও জনগণ কোনো কিছুই নিরাপদ নয়। তারা উন্নয়নের দোহাই দিয়ে লুটপাটের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। জনগণ দিনের বেলায় ভোট দিতে পারলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে।’

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজ লাখ লাখ যুবক রাস্তায় নেমে এসেছে। এ যুবকদের পদভারে শেখ হাসিনা সরকার বানের জলে ভেসে যাবে। আমার এক পরিচিত সরকারি চাকরি করা লোককে অস্ট্রেলিয়া ভিসা দিচ্ছে না। পরে জানতে পারলাম সেই লোক সরকারের অন্যায়ের সঙ্গে জড়িত।’

তিনি বলেন, ‘আজ সারা পৃথিবী আপনাদের ভিসা দিচ্ছে না। পৃথিবীর কোনো সভ্য দেশ আপনাদের ভিসা দেবে না। আপনাদের সকল অপকর্মের বিচার হবে। আপনারা মাইনকার চিপায় পড়ে গেছেন, আপনারদের আর বাঁচা সুযোগ নেই।’

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘এই সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশের আকাশে আজ অস্বাভাবিক পরিস্থিতি। ঝড় আসছে। এই সরকার উড়ে যাবে। শেখ হাসিনাকে জেল খানায় যেতেই হবে। কোনো রক্ষা নেই। শেখ হাসিনার সূর্য ডুবে গেছে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এদিন বৃষ্টি উপেক্ষা করে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সমাবেশে জড়ো হন। সমাবেশের কারণে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়কের একপাশ বন্ধ রাখা হয়। দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা দেরিতে শুরু হয়। পরিস্থিতি মোকাবিলায় নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সারাবাংলা/এজেড/পিটিএম

আওয়ামী লীগ বিএনপি মাইনকার চিপায়

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর