।। জাবি প্রতিনিধি ।।
জাবি : ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’ স্লোগানে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বুধবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাশের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল বলেন, ‘কোটা বাতিলের গেজেট নিয়ে টালবাহানা চলছে। আমরা ৭ই মে পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু ৭ই মে এর মধ্যে কোনও গেজেট প্রকাশিত হয়নি। এজন্য আমরা ছাত্র সমাজ দ্রুততম সময়ে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে মানবন্ধন শুরু করেছি।
তিনি আরও বলেন, ‘এ মানববন্ধন শুধু জাহাঙ্গীরনগরে নয়, একযোগে সারাদেশে চলছে। আর যতদিন পর্যন্ত কোটা বাতিলের প্রজ্ঞাপন না পায় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সারাবাংলা/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook