Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি’র ডি-ইউনিটে ১৩ হাজার পাশ, ২৬ হাজার ফেল

চবি করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৩ ২১:৪৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সমাজবিজ্ঞান ও আইন এবং জীববিজ্ঞানের ১২টি বিভাগ নিয়ে ডি-ইউনিটে ৯৫৮ আসনের বিপরীতে পাশ করেছেন ১৩ হাজার ৫৭ জন। পরীক্ষার্থীদের মধ্যে শতকরা ৬৭ জন ফেল করেছেন।

শনিবার (২৭ মে) রাত সাড়ে আটটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল ঘোষণা করা হয়। এ নিয়ে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট‌ (admission.cu.ac.bd) ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে (University of Chittagong) ফলাফল প্রকাশ হয়েছে।

ডি-ইউনিটে ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ সারাবাংলাকে জানান, বাতিল ওএমআর শিট বাদে ডি-ইউনিটে মোট ৩৯ হাজার ৭৭০ জন উত্তরপত্র মূল্যায়ন করা হয়। এর মধ্যে পাশ করেছেন ১৩ হাজার ৫৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৩২.৮৩ শতাংশ। ন্যূনতম পাশ নম্বর ৪০ না পেয়ে ফেল করেছেন ২৬ হাজার ৭১৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৭.১৭ শতাংশ।

গত ২২ ও ২৩ মে ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৯ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী এতে অংশ নেন।

সারাবাংলা/এইচএফ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর