ঢাকা: রাজধানীর কমলাপুর স্টেশনের গেটের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ মে) সন্ধ্যা ৬টার দিকে কমলাপুর স্টেশনের প্রধান গেটের পাশের রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কমলাপুর স্টেশনের প্রধান গেটের বাম পাশে রাস্তার উপরে মৃত অবস্থায় পড়েছিল ওই ব্যক্তি। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ছিল এবং ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে।