Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে একনায়কতন্ত্র চালু করায় যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ০০:১৮

রংপুর: বর্তমান সরকার দেশে একনায়কতন্ত্র চালু করায় যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (২৭ মে) বিকেলে পাগলাপীরে রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘বর্তমান সরকার দেশে একনায়কতন্ত্র চালু করেছে। এটা করতে গিয়ে যুক্তরাষ্ট্র একটা স্যাংশন দিয়েছে। যুক্তরাষ্ট্র ঢুকতে না দিলে হয়তো কানাডা ঢুকতে দেবে না, ইউরোপ ঢুকতে দেবে না, ব্রিটিশরাও ঢুকতে দেবে না।’

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা যারা বিদেশে টাকা-পয়সা পাঠায়, এখন তাদের টাকা-পয়সা তো দূরের কথা ছেলে-মেয়ে, পরিবার পরিজনকেও যেতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের ভিসানীতির কারণে এখন তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে।’

বর্তমানে দেশের সবকিছু সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘যেখানে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ থাকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর, ইলেকশন কমিশনের ওপর, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের ওপর, তখন সেটাকে আর বহুদলীয় গণতন্ত্র বলা যায় না। সেটা হয়ে যায় বাকশাল। বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে এবং সেটা বাকশাল।’

জাতীয় পার্টির রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক ডা. ইখলাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সংসদ সদস্য আদিলুর রহমান আদেল, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, সদর উপজেলার আহ্বায়ক মাসুদ নবী মুন্না প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

জিএম কাদের


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর