Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ওয়ান ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১৪:১৮

ঢাকা: মূলধন বাড়াতে আবারও বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক। পুঁজিবাজারে বন্ড ইস্যুর মাধ্যমে ৬০০ কোটি টাকা উত্তোলন করবে। এটি হবে প্রতিষ্ঠানটির জন্য পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড। ব্যাংকটির সর্বশেষ পর্ষদ সভায় বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই’র তথ্য মতে, সভায় ৭ বছর মেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ড ছেড়ে বাজার থেকে ৬০০ কোটি টাকার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

জানা গেছে, ব্যাংকটি এডিশনাল টায়ার-টুয়ের আওতায় এই মূলধন উত্তোলন করবে। পর্ষদের সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ওয়ান ব্যাংক। বর্তমানে ব্যাংকটির শেয়ারের পরিমাণ ৯৮ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪৭৯টি। কোম্পানির পরিশোধিত মূলধন ৯৮০ কোটি ৭ লাখ ৪২ হাজার টাকা। অনুমোদিত মূলধন ১৮৫০ কোটি টাকা।

সারাবাংলা/জিএস/এমও

ওয়ান ব্যাংক বন্ড ইস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর