Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধা নূরুর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

সারাবাংলা ডেস্ক
২৮ মে ২০২৩ ১৪:৩৫

বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান, ছবি: সংগৃহীত

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহকর্মী ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ।

রোববার (২৮ মে) প্রয়াত নূরুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে তার পরিবার।

১৯৯২ সালের ২৭ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৩ মাস কোমায় ছিলেন তিনি। পরে ২৮ মে সকাল ১০টায় তার মৃত্যু হয়।

নূরুর রহমান দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন প্রত্যক্ষভাবে। মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজনৈতিক সচেতনদের মুক্তিবাহিনীতে রিক্রুটমেন্টের দায়িত্বে ছিলেন তিনি।

প্রয়াত নূরুর রহমানের বড় ছেলে রেজাউর রহমান দেশের একটি খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিভাগের প্রধান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেক ছেলে রহমান মুস্তাফিজ ও তার স্ত্রী কাজী তামান্না তৃষা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রয়াত নূরুর রহমানের স্ত্রী ফজিলাতুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০১১ সালের ১৫ অক্টোবর থেকে শয্যাশায়ী তিনি।

সারাবাংলা/এনএস

বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর