বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকের ৫০ বছরপূর্তি অনুষ্ঠান
২৮ মে ২০২৩ ১৭:০৬
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০তম বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
তিনি বলেন, “স্বাধীনতার মাত্র দুবছর পরে বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে আর্ন্তজাতিক স্বীকৃতি প্রদান করে। বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বিশ্বের ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে ও ঐক্যমতের ভিত্তিতে বঙ্গবন্ধুর জীবন দর্শন, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপট বিবেচনায়, বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।”
বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বলতে হয়, বিশ্বশান্তি ও মানবকল্যাণে তিনি আজীবন যে সংগ্রাম করেছেন, সেই চেতনা সর্বত্র সঞ্চারিত হোক। দেশে দেশে বন্ধ হোক যুদ্ধ। মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের বিবেক জাগ্রত হোক।
সাতকানিয়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান (মহিলা) আঞ্জুমান আরা বেগম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (সাতকানিয়া থানা) ইয়াসির আরাফাত, উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার প্রমুখ।
সারাবাংলা/একে