Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১৮:৩৫

ঢাকা: জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রোববার (২৭ মে) দুপুরে রাজধানীর মালিবাগ রেলগেটে গণতন্ত্র মঞ্চের ঢাকা উত্তরের পদযাত্রাপূর্ব সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সংবিধান পরিবর্তন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারব ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত গতিতে চলবে। আমরা কারো সঙ্গে হাত মিলিয়ে, আপস করে, করমর্দন করে, চুক্তি করে, রাতের বেলায় দেখা করে, কোনো রকম সমঝোতার চেষ্টা করছি না। আমরা এই লড়াই চালিয়ে যাব এবং বিশ্বাস করি এই লড়াইয়ে আমরা জিতব।’

তিনি বলেন, ‘বিশ্বের বুকে আজকে বাংলাদেশের মান ভূ-লুন্ঠিত। আমেরিকা আমাদের স্যাংশন দেয়নি, কিন্তু বলেছে তোমরা ভোট চুরি কর। তোমরা মানুষকে কথা বলতে দাও না, মত প্রকাশ করতে দাও না, নির্যাতন কর। এই সমস্ত কাজ সামনে নির্বাচনে যদি করা হয়, তাহলে আর ভিসা দেব না। এটা শুধু রাজনৈতিক নেতাদের জন্য নয়, পুলিশ, র‌্যাব, আর্মি- সবার ব্যাপারে বলা হয়েছে।’

মান্না বলেন, ‘বাংলাদেশের মান-সম্মান এই সরকার শেষ করে দিয়েছে। অতএব আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। বহু বছর ধরে বলছি, ভোট চুরি করে, জালিয়াতি করে মানুষের সঙ্গে প্রতারণা করে, অত্যাচার করে, গুম-খুন করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বিদ্যুৎ উৎসব করেছেন, অথচ পায়রা কেন্দ্র বন্ধ হতে চলেছে। কয়লা নেই, কয়লা আনতে পারেন না, কয়লার টাকা দিতে পারেন না। টাকা নেই, ডলার নেই জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু দাম কমাতে পারেন না। সারা দুনিয়াতে দাম কমে কিন্তু আপনারা দাম কমাতে পারেন না।’

বিজ্ঞাপন

‘এ রকম অপদার্থ, ব্যর্থ, লুটেরা সরকার আমরা চাই না’- বলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘আমরা আন্দোলন শুরু করেছি, আন্দোলন থামাচ্ছি না। আমাদের মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, আন্দোলন দমন করার চেষ্টা চলছে। আমরা বহুবার বলেছি, কোনো ভয়ের কাছে মাথানত করব না। কোনো লোভের কাছে আত্মসমর্পণ করব না। আমরা জেল-জুলুম ভয় পাই না। যদি ভয় পেতাম তাহলে আজকে বাধার পরও এভাবে আপনাদের সামনে দাঁড়াতাম না।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাউয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশের পর পদযাত্রাটি মালিবাগ থেকে শুরু হয়ে বাড্ডায় গিয়ে শেষ হয়। এতে গণতন্ত্র মঞ্চের কয়েক শ’ নেতা-কর্মী, সমর্থক অংশ নেন।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর