Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৫ আগস্ট-২১ আগস্টের মতো নীলনকশা হচ্ছে কি না খতিয়ে দেখুন’

চবি করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১৯:৩৫

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ১৫ আগস্ট ও ২১ আগস্টের মতো আবারও হত্যাযজ্ঞ চালানোর নীলনকশার চিত্র হতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। রোববার (২৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে উপাচার্য বলেন, ‘আমরা দেখেছি, পঁচাত্তরের ১৫ আগস্ট পরিকল্পিত নীলনকশা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বারবার আঘাত এসেছে। আমরা দেখেছি, ২১ আগস্টের গ্রেনেড হামলা। আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি আরেকটি নীলনকশার হতে পারে।’

‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে আমরা সবাই শিক্ষক সমিতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে হত্যার নীলনকশার যে আশঙ্কা আমরা করছি, সেটা খতিয়ে দেখার আহ্বান জানাই।’

মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেল। দেশি-বিদেশি চক্রান্তকারীরা এটা সহ্য করতে পারছে না। দেশকে অস্থিতিশীল করার জন্য বারেবারে তারা হুমকি দিয়ে যাচ্ছে। যে ব্যক্তি এই হুমকি দিয়েছে এবং যারা এর সাথে জড়িত, সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাচ্ছি।’

মানববন্ধনে প্রক্টর নুরুল আজিম শিকদার, শিক্ষক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আবদুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এইচএফ/ এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর