Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান সরকার বাকশালের মতো কাজ করছে: জি এম কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ২১:০৪

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আইন না করেও বর্তমান সরকার বাকশালের মতো কাজ করছে। বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে, সেটি বাকশাল।

রোববার (২৮ মে) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে দলটির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন জিএম কাদের।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিভিন্ন সময় জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা করেছে। সভা-সমাবেশে বাধা প্রধান করেছে। জুলুম করে কারাগারে পাঠিয়েছে। কিন্তু দল ভাঙার যে কূটকৌশল সেটি তারা বাস্তবায়ন করতে পারেনি।’

জি এম কাদের বলেন, ‘দেশের বিভিন্ন রাজনৈতিক দল সরকারে গিয়ে এত অপকর্ম করে যে তারা জনগণের সামনে যেতে ভয় পায়। তাই আওয়ামী লীগ আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য এরইমধ্যে কারচুপি শুরু করে দিয়েছে।’

সামনে বড় ধরনের দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘দেশ শ্রীলঙ্কার দিকেই যাচ্ছে। আমি আগে থেকেই বলছি যে দেশে মেগাপ্রকল্পের নামে এতো এতো টাকা ঋণ নিয়ে দেশ আজ বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে খুব খারাপ একটা পরিস্থিতি বিরাজ করছে।’

তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। মানুষ বিএনপিকে সমর্থন না করলেও বিএনপির পোগ্রামগুলোতে উপস্থিত হচ্ছে শুধুমাত্র পরিবর্তনের আশায়। জনগণ জাতীয় পার্টির প্রতি আস্থা হারিয়েছে এটি সত্য তবে পরিপূর্ণ আস্থা কিভাবে ফিরিয়ে আনা যায় যে লক্ষ্যে কাজ করা হচ্ছে।’

প্রতিনিধি সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে বিভাগের ৮ জেলার শীর্ষ নেতারা দলের বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

জাতীয় পার্টি জিএম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর