Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ৩ যাত্রীর কাছে মিলল দেড় কোটি টাকার সোনা

লোকাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ১৩:৩৭

বেনাপোল: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন কাস্টমসে ভারতগামী ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পায়ুপথে থেকে ২০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

সোমবার (২৯ মে) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মো. হাবীব (৩৭), গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচুরা গ্রামের মহিউদ্দিন (৩৬) ও একই এলাকার রনি আহমেদ (৪৪)।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, সন্দেহভাজন তিন যাত্রী প্যাসেঞ্জার টার্মিনাল পার হয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সোনার কথা অস্বীকার করলে তাদের পেট এক্সরে করে তিন জনের পায়ুপথে ২০টি ২ কেজি ৩২০ গ্রাম ওজনের স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

স্বর্ণগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান আরেফিন জাহেদী।

সারাবাংলা/এমও

বেনাপোল সোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর