মাথায় ব্যান্ডেজ নিয়ে হাইকোর্টে নিপুণ রায়
২৯ মে ২০২৩ ১৪:৫৪
ঢাকা: ইটের আঘাতে আহত হওয়ার পর মাথায় ব্যান্ডেজ নিয়ে হাইকোর্টে আসেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
কেরানীগঞ্জের জিনজিরায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় হাইকোর্ট থেকে তিন মাসের আগাম জামিন নিয়েছেন তিনি।
একটি বেসরকারি হাসপাতাল থেকে মাথায় ব্যান্ডেজ নিয়ে হাইকোর্টে আসেন তিনি। আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি আবার হাসপাতালে ফিরে যান।
গত শনিবার কেরানীগঞ্জের জিনজিরায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির ১০৮ নেতাকর্মীর নামে মামলা করা হয়।
জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এসএম সুমনের করা মামলার এজাহারে আওয়ামী লীগ অফিস ভাঙচুর, হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম, চুরি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
গত শুক্রবার জিনজিরা দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশ করে ঢাকা জেলা বিএনপি। কর্মসূচি চলার এক পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় ইটের আঘাতে আহত হন নিপুণ রায় চৌধুরী।
সারাবাংলা/কেআইএফ/একে