ময়মনসিংহ: বিভাগীয় জেলা ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গঠন করা কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা দিতে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ হয়েছে।
সোমবার (২৯ মে) দুপুরে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সংগঠন সহ সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়সহ অনেকে।
পরে মন্ত্রী সাংবাদিকদের মাঝে অনুদানের চেক তুলে দেন।