Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরদোগানকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সারাবাংলা ডেস্ক
২৯ মে ২০২৩ ১৫:২০

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান (বাঁ-দিক থেকে)

ঢাকা: আবারো তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (২৯ মে) তুরস্কের বর্তমান মেয়াদে পুনর্নির্বাচিত প্রেসিডেন্টকে এ শুভেচ্ছা বার্তা দেন তিনি।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘গত ১৪ মে ২০২১ অনুষ্ঠিত নির্বাচনে তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আপনার পুনঃনির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার ঐতিহাসিক বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।’

রাষ্ট্রপতি বলেন, ‘তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে আপনার পুনঃনির্বাচন আপনার বলিষ্ট নেতৃত্বের প্রতি তুরস্কের জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে।’

রিসেপ তাইয়েপ এরদোগানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে তুর্কিকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে বলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বিশ্বাস করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।

গত রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারোগ্লুকে হারিয়ে জয়ী হয়েছেন। তথ্যসূত্র: বাসস

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর