Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমের আগেই ডেঙ্গু, রোগী বেড়েছে ৫ গুণ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ১৬:৫৯ | আপডেট: ২৯ মে ২০২৩ ১৭:১৯

ঢাকা: দেশে চলতি বছর ডেঙ্গু মৌসুমের আগেই অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘দেশে এবং আশেপাশের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমাদের অধিদফতর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত ১ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী পেয়েছি। এ সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আমরা যদি গত বছরের তুলনা করি এ বছর রোগীর সংখ্যা প্রায় পাঁচগুণ বেশি। অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। হাসপাতালের পরিচালকদের সঙ্গে ডিজির (স্বাস্থ্য অধিদফতর) বৈঠক হয়েছে। হাসপাতালগুলোতে যেন প্রস্তুতি থাকে। আমাদের ডাক্তার-নার্সদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু সার্ভে চলমান আছে। রিপোর্ট দুই সিটি করপোরেশনকে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে রোগী বাড়ছে, আমরা পদক্ষেপ নিচ্ছি। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড এবং আলাদা কর্নার তৈরি করা হয়েছে। বছর খানেকের মধ্যে আমরা আড়াইহাজার ডাক্তার এবং নার্সকে ট্রেনিং দিয়েছি।’

জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু সচেতনতায় শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। প্রচার প্রচারণার জন্য ব্যানার-পোস্টার তৈরি করা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন মহলকে যুক্ত করেছি। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক আছেন, ছাত্রছাত্রী আছেন। তাদের মাধ্যমে এটি প্রচার করা হচ্ছে। সেনাবাহিনীর সদস্যদেরকেও যুক্ত করা হয়েছে। কীভাবে ডেঙ্গু থেকে বাঁচা যায়, মশার কামড় থেকে বাঁচা যায় এবং ডেঙ্গু হলে তাড়াতাড়ি যেন চিকিৎসা নেয় এ সব বিষয়ে বলা হচ্ছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘জনগণকে অবহিত করতে চাই যে, আপনারা ডেঙ্গু প্রতিরোধ করার ব্যবস্থা নিন। বাসার আশেপাশের আঙ্গিনা পরিষ্কার রাখুন, নিজের ঘর স্প্রে করুন, আশেপাশের যদি জঙ্গল থাকে, সেটি স্প্রে করুন এবং পানি বা যদি অন্যকিছু জমে থাকে সেগুলো সরিয়ে ফেলুন। এ কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে। কেউ অসুস্থ হলে হাসপাতালে এসে তাড়াতাড়ি চিকিৎসা নেবেন। সময়মতো চিকিৎসা নিলে সবাই সুস্থ হয়ে যাচ্ছেন।’

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/একে

জাহিদ মালেক ডেঙ্গু রোগ স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর