Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম পাড়তে গিয়ে ঢাবি ছাত্রের মৃত্যু


৯ মে ২০১৮ ১৪:১৯ | আপডেট: ৯ মে ২০১৮ ১৭:৪৬

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আম পাড়তে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশের একটি গাছ থেকে  পড়ে শেখ ওমর তৌফিক নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ মে) দুপুর দেড়টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওমর তৌফিক বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কবি জসিম উদ্দীন হলে থাকতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে বন্ধুদের সঙ্গে কেন্দ্রীয় মসজিদের পাশের একটি গাছে আম পাড়তে ওঠে তৌফিক। এ সময় পিছলে পড়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তৌফিককে আইসিইউতে নেওয়ার দরকার ছিল, তবে ঢামেক হাসপাতালে আইসিইউ ফাঁকা না থাকায় তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়।

সারাবাংলা/আরএম/আইএ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর