Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ. কোরিয়া সফরে প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি নূরুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ১৯:৩৪

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর দক্ষিণ কোরিয়া সফরে করায় তার অনুপস্থিতিকালীন প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামান।

সোমবার (২৯ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অনুপস্থিতিকালীন বিচারপতি মো. নূরুজ্জামান প্রধান বিচারপতির কার্যভার পালন বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের আমন্ত্রণে এক সিম্পোজিয়ামে অংশ নিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত সিউলে অবস্থান করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১৭ মে’র প্রজ্ঞাপন অনুসারে রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতকালীন সময়ে অর্থাৎ ২৮ মে থেকে ২ জুন অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

সারাবাংলা/কেআইএফ/একে

বিচারপতি সুপ্রিম কোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর