আটকের পর জামায়াতের ৪ নেতাকে ছেড়ে দিয়েছে ডিবি
২৯ মে ২০২৩ ২০:০৮
ঢাকা: বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চেয়ে ডিএমপি’তে আবেদন করতে গিয়ে আটক হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের চার নেতাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৯ মে) সন্ধ্যা পৌঁনে ৮টার দিকে তাদের গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জামায়াতের চার নেতাকে আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’
এদিকে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, জামায়াতের আবেদন গ্রহণ করেছে ডিএমপি। তবে অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনার সিদ্ধান্ত নেবেন।
এর আগে, বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের চার নেতা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চেয়ে আবেদনপত্র নিয়ে ডিএমপি যায়। সেখান থেকে তাদের ডিবি পুলিশ আটক করে।
সারাবাংলা/ইউজে/একে