Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মাসের মধ্যে করোনা শনাক্ত সর্বোচ্চ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ২০:৩০

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত বছরের ২৬ অক্টোবর ১৯৬ জন রোগী শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ সব নমুনা পরীক্ষার ১৫৯ টিতে করোনাভাইরাসের উপস্থিতি মেলে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। আগের দিন তা ছিল ৫ দশমিক ৫০ শতাংশ।

গত একদিনে শনাক্ত রোগীদের ১৩৯ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া গাজীপুরে ১৫ জন, নেত্রকোণায় ২ জন এবং নোয়াখালী, সিরাজগঞ্জ ও সিলেটে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার ১৩০ জন। করোনায় এ পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৬ জনের।

করোনা সংক্রমণ থেকে গত ২৪ ঘণ্টায় ২১ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ২৩৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ।

২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর