Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সপ্রেসওয়ের রড ঢুকে নিহত শিশুর পরিচয় পাওয়া গেছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ২২:৩৩

ঢাকা: রাজধানীর মহাখালী ব্রিটিশ টোব্যাকোর সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ব্যবহৃত রড মাথায় পড়ে নিহত শিশুর পরিচয় (১২) জানা গেছে। তার নাম সুমন বলে জানতে পেরেছে পুলিশ।

সোমবার (২৯ মে) রাতে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার আলী জানান, ঘটনাস্থলে গিয়ে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে এবং তার সঙ্গে ঘোরাফেরা করতো এমন কয়েকজন পথশিশুর কাছ থেকে জানা যায় নিহতের নাম সুমন। তবে তার বাড়ি বা বর্তমানে ঠিকানার বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে, বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় হাসান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে উড়াল সড়ক থেকে রড পড়ে মাথায় ঢুকে গুরুতর আহত হয় সুমন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নিহত রড ঢুকে নিহত শিশু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর