Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়ক থেকে ঘরে ঢুকে গেলো কাভার্ডভ্যান, মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৩ ১৩:০৩ | আপডেট: ৩০ মে ২০২৩ ১৫:৩২

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান বসতবাড়িতে উঠে গেলে ঘরে ঘুমিয়ে থাকা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে বাবা গণেশ চন্দ্র রবি দাস।

সোমবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানি দাস (৪২) ও মেয়ে রাধিকা রানি দাস (১২)। আহত গণেশকে অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের বাড়ির ঘরে ঢুকে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া গুরুতর আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হবে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও আইনগত বিষয় প্রক্রিয়াধীন, বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

কাভার্ডভ্যান মহাসড়ক মা-মেয়ে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর