Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ উন্নত রাষ্ট্রের দিকে এগোচ্ছে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৩ ১৮:৩৬

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই ‌দে‌শের উন্নয়ন হ‌চ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। দেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে এগোচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩০ মে) দুপু‌রে রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্ত‌ব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এ মন্তব্য ক‌রেন। উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ৩১ কোটি ১৫ লাখ ৪ হাজার ৮২০ টাকা ৭০ পয়সার বাজেট ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই উন্নয়ন করতে পারছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০৪১ সালে নয়, ২০৩১ সালের মধ্যেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে দেশ। উন্নয়ন করতে হলে সেই মন-মানসিকতা থাকতে হয়। আর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই মনমানসিকতা আছে বলেই দেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে এগোচ্ছে।’

পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বে‌ড়ে‌ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।’

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী আরও ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে ক্ষুধামুক্ত করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। বিদ্যুৎসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা এবং সঠিক নেতৃত্বের জন্য অর্থনীতিসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রয়েছে।’

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ ও কা‌য়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জা‌হেদ আলীসহ আরও অনেকে।

সারাবাংলা/এনএস

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর