Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার বাজেট পেশ একটি রেওয়াজ

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৩ ১১:৫৩

ঢাকা: বরাবরের মতো এবারও অর্থবছরের প্রথম বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৫৩তম জাতীয় বাজেট উপস্থাপন করা হচ্ছে। স্বাধীনতার পর থেকে দেশের সব বাজেটই বৃহস্পতিবার সংসদে পেশ করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামীকাল ১ জুন প্রথম বৃহস্পতিবার জাতীয় সংসদে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করা হবে।

বুধবার (৩১ মে) বিকেলে বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। আজ বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এর আগে, সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত হবে।

বিজ্ঞাপন

এরপর বৃহস্পতিবার (১ জুন) সংসদ অধিবেশনে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে বাজেট বক্তব্য পেশ করবেন। এ সময় উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রতি বছর বাজেট কেন বৃহস্পতিবার পেশ করা হয়, এমন প্রশ্নের জবাবে সাবেক অর্থ উপদেষ্টা এবং জাতীয় সংসদে দুইবার বাজেট উপস্থাপনকারী ড. এবি মির্জ্জ্বা আজিজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বাজেট দেওয়ার আগে যারা বাজেট তৈরি করেন তাদের অনেক পরিশ্রম করতে হয়। ফলে বৃহস্পতিবার বাজেট দিয়ে ১/২ ‍দিন ছুটি পাওয়া যায়। আবার ছুটির দুইদিনে বাজেটটা বিশ্লেষণ করারও একটা সময় পাওয়া যায়।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকেই প্রতিবছর বৃহস্পতিবার বাজেট দেওয়ার একটা রেওয়াজ চলে আসছে। আমরা ঐতিহ্যগতভাবে ওই রেওয়াজটা অনুসরণ করে আসছি। ফলে আমি নিজেও দুটি বাজেট বৃহস্পতিবার উপস্থাপন করেছি।’

বিজ্ঞাপন

সাবেক এই অর্থ উপদেষ্টা বলেন, ‘সাধারণত বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করা একটা রীতি হয়ে গেছে, একটা ঐতিহ্য চালু হয়েছে, কেউ সেটা ভাঙ্গতে চায় না।’

আসন্ন বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়ন হলো সবচেয়ে বড় সমস্যা, সুতরাং গত ১৪ বছরে বাজেটের আকার বাড়লেও্ বাজেট বাস্তবায়নের হার বাড়ছে না। সুতরাং বাজেট বাস্তবায়নের দিকে আমাদের নজর দিতে হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারি সংকট পরবর্তী অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বাড়ন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ নিয়ে আসছে এবারের বাজেট। এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম এবং বর্তমান সরকারের টানা ১৫তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।

সারাবাংলা/জিএস/ইআ

বাজেট ২০২৩-২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর