তক্ষকসহ আটক হওয়া চার প্রতারকের ৬ মাসের কারাদণ্ড
৩১ মে ২০২৩ ১৭:১৬
বাগেরহাট: রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করেছে। আটকদের বিরুদ্ধে বুধবার (৩১ মে) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- খুলনার রূপসা উপজেলার আবু হানিফ (৪৫), একই এলাকার মো. সাগর (২৫), দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের দেবাশীষ মন্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার লোহাচরা গ্রামের মহিদুল ইসলাম (৩৫)।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আশরাফুল আলম জানান, বুঝবুনিয়া মন্দিরের সামনে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করেন। ওই সময় একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করা হয়। পরে বুধবার সকাল ১০টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটকদের কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমও