Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারকালে দেড় কোটি টাকার সোনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ০৮:৫২

বেনাপোল: ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪ পিস সোনা বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবি সদস্যরা পাচারকারীকে আটক করতে পারিনি।

বুধবার (৩১ মে) রাত ১০ টার দিকে সোনার বারগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাচঁ ভূলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন অবস্থান করে। এ সময় একজন লোককে সীমান্তের শূন লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তিটি তার সঙ্গে একটি পোটলা ফেলে ইছামতি নদীতে ঝাঁপ দেয়। পোটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ১৪ পিস সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। আনুমানিক বাজার মূল ১ কোটি ৪০ লাখ টাকা।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি) জানান, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। সোনার চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর