Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোটেলে ভাত খেতে গিয়ে তর্কাতর্কির জেরে দেড় ঘণ্টা সংঘর্ষ

চবি করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১১:২২ | আপডেট: ১ জুন ২০২৩ ১৪:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্র আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। হোটেলে খেতে গিয়ে তর্কাতর্কি থেকে সংঘর্ষের সূত্রপাত হয় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

বুধবার (৩১ মে) রাত সোয়া ১০টার দিকে শুরু হওয়া উত্তেজনা ও পরবর্তীতে সংঘর্ষ প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ছিল। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা হোটেলে রাতে ভাত খেতে গিয়ে দুই গ্রুপের দুইজন নেতার মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি জানাজানির পর উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিক্সটি নাইনের নেতাকর্মীরা শাহজালাল হল এবং সিএফসির নেতাকর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়।

একপর্যায়ে তারা হলের সামনে থেকে সড়কে এসে সংঘর্ষে জড়ান। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নুরুল আজিম শিকদার সারাবাংলাকে বলেন, ‘হোটেলে ভাত খেতে গিয়ে কয়েকজন ছাত্রের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে এক ছাত্রকে মারধর করা হলে উত্তেজনা সৃষ্টি হয়। কিছুক্ষণ সংঘর্ষের পর আমাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় দুই ছাত্র আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সারাবাংলাকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তেমন বড় কোনো ঘটনা ঘটেনি।’

বিজ্ঞাপন

ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল এবং সিক্সটি নাইন সাব চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

সারাবাংলা/এইচএফ/ইআ

২ গ্রুপের সংঘর্ষ টপ নিউজ

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর