বাজেটে লক্ষ্য ৬ শতাংশ মূল্যস্ফীতি
১ জুন ২০২৩ ১৬:১২ | আপডেট: ১ জুন ২০২৩ ১৬:৩৯
ঢাকা: আগামী অর্থবছর (২০২৩-২৪) দেশের গড় মূল্যষ্ফীতি ৬ শতাংশের মধ্যে আটকে রাখতে চায় সরকার। এ জন্য জাতীয় বাজেটে ৬ শতাংশের কাছাকাছি অর্জনের লক্ষ্য ধরা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ লক্ষ্যের কথা তুলে ধরেন।
এ সময় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি, খাদ্যপণ্য ও সারের মূল্য কমে আসা, দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় এবং খাদ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রচেষ্টা চলছে। এসব সরকারি উদ্যোগের প্রভাবে আগামী অর্থবছর মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে। তাই বার্ষিক গত মূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি দাঁড়াবে বলে আশা করছি।’
সূত্র জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চলতি অর্থবছর ব্যাপক মূল্যস্ফীতি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী মাসভিত্তিক হিসাব করলে দেখা যায় গত এপ্রিল মাসে সার্বিক মূল্যষ্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। মার্চে ৯ দশমিক ৩৩ শতাংশ, ফেব্রুয়ারিতে ৮ দশমিক ৭৮ শতাংশ। এভাবে প্রত্যকে মাসেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে।
সম্প্রতি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘মূল্যস্ফীতি আমদানি করা। এটি আমাদের নিজস্ব কারণে হয়নি। আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই হয়েছে। তবে আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি হার কমে আসবে।’
জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে এবারের বাজেটের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকটে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা।
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের চূড়ান্ত আকার (ব্যয়) ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে আয় ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।
বাজেটে মোট ঘাটতির পরিমাণ ৫ দশমিক ২ শতাংশ। বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির লক্ষ্য ধরা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা।
সারাবাংলা/জেজে/একে